অনেক দিন পরে নেমে এলে?
অহংকার উচ্চাশয় ছেড়ে,
ছুঁইয়ে চুঁইয়ে নেমে এলে?
মনে হয় সব ছুঁয়ে নেমে এলে...
শুকনো অঙ্কুর, মায়া গুলো টবের ভিতর,
ধীরে ধীরে ভিজছে পৃথিবী...
বিষম দায় নিয়ে,
তাকিয়ে আছে সংসার প্রজন্ম...
বেড়ে ওঠা শিকড় আঁকড়ে আঁকড়ে মাটিকে,
টবের ভিতরে ভিতরে...
অগোচরে অগোচরে, শিরনামহীন
বাইরে অন্তর্ঘাত, অনুকুলও বটে,
সেই স্বাভাবিক,
মাটি হয়েও পোড়ামাটি
টবের শক্ত-কাঠামো,
ফাটবে এবার,
এবার ফাটাবে নির্ঘাত,
সেটাই স্বাভাবিক।
--------------------------------