ভক্ত হনুরে শ্রীরাম দেন উপহার,
রত্নহার ভক্ত গলে দেন সভা স্থলে,
দুই হস্তে তুলে হনু মুখে দিল হার,
ছিন্ন করে দাঁতে কপি সভা লোকবলে,
হনু কর্ম্ম দেখি রুষ্ট লক্ষ্মণ বুঝিল,
মূল্যবান উপহারে হনু’যে অযোগ্য,
মানব পশু অন্তরে দূরত্ব মাপিল,
রত্নহারে কদর পশুর নহে যোগ্য।

শ্রীরাম কহেন শুন হে লক্ষ্মণ প্রিয়,
হেতু জানে হনুমান বৃত্তান্ত শুনিও,
জিজ্ঞাসিল লক্ষ্মণ হনুর কর্ণে ম্রিয়,
হনু কহে বহুমূল্য কেমনে দর্শিও,

রাম চিহ্নহীন ধন বৃথাই অর্জন,
পরিত্যাগ করা শ্রেয়, করি বিসর্জন।।

---------------------------------------------------
শেক্সপীয়রন সনেট পদ্ধতিতে লেখা, যার অন্ত্যমিল নিম্নরূপ:

কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ