বেশী কিছু চাইনি তো আমি।
স্কুল থেকে বেরই যখনি।

জমা হাসি নিয়ে যাই বাড়ি।
খিল খিল হাসি পায় ভারি।

সাধের চিরুনি আহামরি।
আয়নায় নিজেকে যে ধরি।

সারাটা দুপুর চেয়ে থাকি।
একা মনে কত কিছু ভাবি।

মা’র কত শত গালি শুনি।
বাবা বোঝে সব কিছু জানি।

ছল করি বেদনার গান।
সবাই বুঝুক মোর টান।

ছোট বড় আয়োজন কত।
বালিকা মনেতে লাজ যত।

কেন এত  হই  হই  হয়?
হঠাৎ প্রানেতে জাগে ভয়।

বালিকা মনেতে ছোট আশা।
জানা নেই বিরহের ভাষা।

ভাবে তার বালক সাথীরে।
কৌতুকে যদি চেনে তারে।

শুধু আজ আয়না চিরুনি।
বালক জানুক সে রমণী।


----------------------------------------------

*আমার মেয়েটি ১৪ বছরের ওকে দেখি হাসি আর ভাবি।
এই লেখাটি আমাদের আসরে নবীন কবি জয়ীতাকে উৎসর্গ করলাম।