বিশ্বব্রহ্মাণ্ড আর অসীমকে
কতটুকু নিজস্ব ভাবে পাই
সকাল থেকে রাত অবধি
নিজের সুবিধায় ডুব মারি
সুখ সুখ, খুঁজি সর্বক্ষণ...
আধুনিকীকরণের ব্যস্ততায়
মন পড়ে থাকে
অথচ পৌরাণিক মতবাদ গুলোই--
নিজস্ব সীমাবদ্ধতা,
সহসাই নিজেই নিজেকে-
পুরানো বানিয়ে ফেলি,
দ্বিধাকরণে নিজেকে বেঁধে রাখি,
এই ভাবেই মনের একান্ত বারান্দায়
আমি কখন  বেমানান,
গন্ডিবদ্ধতার বিচিত্র অন্ধকারের--
ভিতর হাতড়াই
কিন্তু প্রভাবশালী--
আলাদীনের আশ্চর্য প্রদীপের অভাব,
প্রতিবার সংস্কারের সাথে নিজেকে মিলাই--
ততবার জড়িয়ে যাই,
হাতপায়ে বাঁধা শৃঙ্খল...
তাকাই অসীমের দিকে...
ভক্তিভরে শক্তি চাই
আসলে মুক্তি চাই
--------------------------

@নীল অভিজিৎ