প্রতিদিন রোজনামচা লিখতে বসি
পেন থেকে ঝরে পড়ে ক্ষুধাতুর ক্ষুধারা
প্রতিদিন যারা ক্ষুধার্ত জন্তুর মতো চিৎকার করে।
এক জানলা আলো প্রবেশ করলে
একমুঠো আলো পূন্যার্থীদের দিকে ছড়াই
পরিবর্তে ভক্তদল উদ্দেশ্যে বিলিয়ে দেয়
সহস্র মুঠো কালো ছাই
পর্দা টেনে ঘরে অন্ধকার আনি
এইভাবে নেমে আসে অনভিপ্রেত কালো-দিন
গোপনে পেন হাতে অন্ধকারে আমি একা
পাদটীকায় লেখা থাকে...
অন্ধকারে সকলেই অচেনা, শুধু কবিতা চেনে।