নিজের নির্জনতার মাঝে কিছুটা আদিম…
মেখে নিই কিছু, তোর অচ্ছুত অন্ধকার
শুয়েছিল আদিগন্ত এক আকাশ অন্ধকার
শীত শীত হিমেল ছোঁয়া প্রচ্ছন্ন প্রানে
পাল তোলা শব্দহীন স্রোত … ঢের নির্জনে
আকস্মাৎ কাছাকাছি তোর গন্ধ
শূন্যতার ছাপ ফেলে গেছে বুকের কার্নিশে
মিথ্যা হয় ঝড় বৃষ্টি, সব কিছু,
নগর উন্নয়ন আজ উধাও --
কৈলাস ভেঙ্গে পড়ুক প্রাগৈতিহাসিক লোকালয়ে
মাদকতা ভেজা ঘ্রাণের তলানিতে
আবার চারটি দেওয়ালে নির্জনতার ঠোকাঠুকি
মানুষ হতে হতে নেমে আসি
দুর্লভ উর্বর আদিমতায়
সুফলা উর্বর আত্মা… সেও এক পূর্ণতা !