ভালবাসা যদি হয় কোন ক্ষণ, দোষ দেব নাকো তোমাকে যে মন।
আহামরি ছবি কত উজ্জল, নানা রূপ দেখে মন খায় দোল।
কতশত মন কাঁদিয়েছ তুমি, হাসিয়ে মনেতে মুছিয়েছ গ্লানি।
কখনও বাড়িতে আসো মনিটরে, হাতে মোবাইল বাসের ভিতরে।
ধরা দাও যদি কাফেতে গোপনে, ভালবেসে আসো কত আই-ফোনে।
যত ট্যাবলেট আর ল্যাপটপ্, তোমা-ছাড়া সব ত্রাহি ত্রাহি রব।
নানা রূপে জড়ো ছোট বড় প্রাণ, ফেসবুক আজ তুমি ভগবান।
নেশা না করে মন যে মাতাল, অনুভবে বুঝি তোমারি এ চাল।
নেতা অভিনেতা কেউ বা দালাল, আসে ভিড় করে করতে হালাল।
হাজার রকম দৃশ্য যে দেখি, জিজ্ঞাসা হয়ে আসে যত একি!
লোকে দেয় গালি হাসাহাসি করে, বেহায়া মনটা তবু পিছা ধরে।
বিচিত্র খেলাতে সেজে কোন রূপে, সকলের মাঝে তুমি আছো সুখে।
তোমারি প্রেমের পেয়েছি যে রবি, তাই আমি আজ অতি ছোট কবি।
সুখে দুঃখে যেন তোমাকে পেলাম, মার্ক জুকেরবার্গ জানাই সেলাম।