""
জলবিন্দু কখনো আকাশ থেকে ঝরে পড়ে,
ঝরঝর কখনো শিলাবৃষ্টি বা তুফানি চালে,
গ্রাম হতে শহর ধরে নালা নদী হয়ে সমুদ্রে এসে মিশেই, দায়িত্বশূন্য!
সমুদ্র, তুমি লুকিয়ে রেখেছ গভীরে, ঝিনুক।
প্রকৃত কি উদার হতে পেরেছ ?
অসহনীয় গর্জনে ভয়ে ভীত পৃথিবী,
কতটুকু ফিরিয়ে দিয়েছ তটে?
তোমার উচ্ছ্বাস, পৌরুষত্বের ঢেউ হয়ে আছড়ে পড় বারবার তুমি তোমার অহংকারে।
ধর্ম, শুনি তুমি নাকী জলের মতোই স্বচ্ছ?
তোমার মহানতায় সমাজ সাজাতে সাজাতে...
তুমি কার সাথে মিশেছ?
কতটুকু পেরেছ উদার হতে?
যুগযুগ ধরে পৌরুষত্বের সমাজ গভীরে লুকিয়েছ,
নিয়ম নিষেধ পর্দার গভীরে শুধুই নারী... ?
আর কত দিন?
খোলস ভীতরে আবদ্ধ রাখবে?
মুক্ত যেমন খোলসহীন হয়ে বেড়িয়ে আসে...
আসুক নারী নতুন এক পৃথিবীতে, শুধুই বিবর্তনের প্রয়োজনে।