হয়তো তুই না বা তোর মতোই কেউ,
ঘরে ঢোকে জানলা দিয়ে রোজ রাতে,
হিস-হিস শব্দ জোছনা রাতে বনবাসী হাওয়া,
মহুয়ার ডালফুলে সুত্রপাতের দাঁত বসিয়ে যায়,
আভাসিনী বাতাসে ওড়ে সুলোচনা --
শুধু সাপের কামড়ে বিষ থাকে না,
সেই ঘোরে কালো মেঘগুলো --
যখন মাঠে নামে -- ঝড় ওঠে
ডোরাশাড়ি শরীর বুক লেপটে থাকে
নেমে আসে বিষকন্যার কবিতায়
স্বপ্ন সরোবর নিতান্তই চিত্রগ্রীব,
ঝাড়ফুঁকে নামে না মহা-বিষ
তারি-ধেনো-মহুয়া ওসব কিছু না,
প্রলয় আসলে জটাধারী,
হার মেনেছে, ধুতুরায় হে নীলকণ্ঠ,
শুধু একটা বিষ-ছোবল,
তবেই এ-নেশা শান্ত হবে,
হয়তো তুই না বা তোর মতোই কেউ।