এ তোমার ইচ্ছা জানাবে, এ তোমারি প্রাচীন ঘর
তা থেকেই মনে জন্মাবে সবুজ চিকণ ঘাস
স্পর্শ কর ঝাঁপিয়ে পড়বে মূক আঁধার
ষোড়শীর দাগ গুলি শূন্য থেকেই শূন্যে কাটবে বিলাস
অমৃতা বলতে গিয়ে... ভুল হয়ে যাবে, কোন পাড়
ছইহারা নৌকার মতো জলের উপর কি তলে
বালিয়াড়ি গাঁথুনি গুলো জানা হয়ে যাবে সব
সূত্রপাতে আড়াল নিশ্বাসে কেঁপে ওঠা ছলছলে
দক্ষিণ হাওয়ার শূন্য থেকে যখনি উঠবে রব
লক্ষ তারা ঝরে যাবে, পলাশ হয়ে বসন্তের রাতে
শব্দ গুলি খুলে যাবে, গ্রহেতে টানটান অক্ষ প্রভাব
মাতোয়ারা জল, ঈথার আভাময়, মুদ্রা হয়ে স্রোতে!