রক্তে রক্তে মিশে মিশে
শিরায় শিরায় বহমান,
কি নাম দাওয়া যায় তার?
ধরা যাক ইচ্ছাশক্তি...
সে আমার কাজেই আসে'না,
অথবা যা চাই পাইনা...
তবুও বহমান শিরায় শিরায়।
উপশিরায় স্রোত কথা বলে...
সত্য বরং হোক মিথ্যা,
প্রকাশিত বা অপ্রকাশিত,
প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়,
আকর্ষণ বা বিকর্ষণ,
প্রেম বা অপ্রেম,
সত্য আর মিথ্যার সন্ধি হলো...
পূর্ণিমা নেমে এলো।
তুমি বলো--
"ভুল, ঘোর অমাবস্যা...
হাতে ছিল আমার, প্রদীপ তখন...
চুমু খেলে পেট ভরে না,
ইচ্ছাশক্তি শুধু কাজ করে,
চুমুর কোন ফুডভ্যালু নেই।"