সংখ্যায় সামান্য হলেও --
চোখ থাকলে আকাশ ভেঙ্গে পড়ে
আপেলে বিষ ছিল ধরেছে আই-ফোন
নাও এবার ছন্দের ভিতর আতার খোঁজ
তোতা পেয়ে যাবেই
বসন্তের লালে কিছু কিংশুক
আপেক্ষিকবাদ কাব্যকলায়
বিপুল সময় আসলে হিংসুক
বস্তুবাদে ভারসাম্য হারিয়ে যায়
ছোট থেকে বড় মিলে গেলে
ছয় বাই চার গর্তে ফেলে দিও
সূর্য আলো দিতে দিতে --
একদিন নিভে তো যাবেই
ব্রহ্মাণ্ডের সূর্যকে কাছে টানে
ঈশ্বরকণা আজ কৃষ্ণগহ্বর হয়ে