নাম তার বেদুইন, দিকহীন লোক।
চালচুলো নেই তার, আজগুবি ঝোঁক।
যদি বলে ডান দিক, বাম রাখে লক্ষ্যে।
সাথে রাখে থালাঘটী, চলমান কক্ষে।
সাপ আর ব্যাঙ ধরে, পুরে দেয় থলী।
রোদ ঝড়ে সহে ধরে, দুই বাহুবলী।
নিয়ে চলে বউ মেয়ে, কত কিছু ভার।
যেথা দিল থেমে যায়, হয়ে যায় ঘর।            

অভাবের খরা পরে, আষাঢ় খাবারে।
মরে কত লোক জন, সেদেশে দুধারে।
অনাহারে বউ মেয়ে, শেষ ডোবে তল।
পোড়া চোখ ভাঙ্গাবুক, ঝরে পড়ে জল।
আশাহীন বেদুইন, মৃয়মাণ দৌড়ে।
দিল রেখে, দূর দেশে, ধায় অতি দূরে।


-------------------------------------------------

উপরের লেখাটা একটা পরীক্ষা মূলক লেখা, যদিও সনেটের সব নিয়ম মেনে লেখা কিন্তু অমিত্রাক্ষর ছন্দের পরিবর্তে মিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছি, তাই এটাকে পয়ার বলা হয় ।