নাম তার বেদুইন, ডাকে তাকে লোকে।
চালচুলো নেই তার, আজগুবি ভাই।
যদি বলে ডান দিক, বামে যায় ঝুঁকে।
সাথে রাখে থালা ঘটী, বেশ ভূষা নাই।
রোদ ঝড়ে সহে ধরে, দুই বাহুবলী।
নিয়ে চলে বউ মেয়ে, কত কিছু তার।
সাপ আর ব্যাঙ মারে, দেয় কত গালী।
যেথা দিল থেমে যায়, হয়ে যায় ঘর।
অভাবের খরা পরে, আষাঢ় খাবারে।
অনাহারে বউ মেয়ে, শেষ ডোবে তল।
মরে কত লোক জন, সে’দেশে দু’ধারে।
পোড়া চোখ ভাঙ্গাবুক, ঝরে পড়ে জল।
আশাহীন বেদুইন, ম্রিয়মান বলে।
দিল রেখে, দূর দেশে, চলে মন ভুলে।