ছোট বয়সে মা-ঠাকুমা বলতেন,
দুঃস্থকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বড় শিক্ষা বলে প্রমানিত।
অন্ধের দুঃখের চির অন্ধকারের কথা মনে রেখ।
সেই মা-ঠাকুমাদের মুখেই শুনেছি...
ঠাকুরদা বা গুরুজনদের ভক্তি করার অর্থই বাড়ির বিবাহিত মহিলাদের একমাত্র কর্তসাধন।
কিন্তু ভক্তির কাছে বিশ্বাসকে না-জমা রাখার কথাটা কখনও তাদের মুখে শুনিনি...
সমাজ পাল্টেছে বিবর্ধনের সাথে,
জেনেছি... অতি ভক্তিও মানুষকে একপ্রকার অন্ধ বানিয়ে দেয়।
ঠিক এই কথা আজকের দিনের একজন বিশিষ্ট বৈজ্ঞানিকের মুখে শুনলাম...
পুরুষ শাসিত সমাজটাকে টিকিয়ে রাখার জন্যে, দ্বিতীয় স্তবকটা বাদ গেছিল তখন,
কিন্তু এখন এর কোন প্রয়োজন নেই।
অথচ এখনও সেই একই ভারতবর্ষ কে দেখলাম,
কোন বেক্তির মাঝে নারায়ণের মিল পায়, আশ্চর্যজনক!