এমুহূর্তে তুমি ভেবেই বসেছ তিনি পোষা জানোয়ার
অথচ তোমার সাথে কোনদিন সন্ধি হয়নি তার
তুমি চিহ্ন রেখে যাও তোমার অক্ষমতার--
তাই মাঝেমাঝে খেই হারাও,
ভাব গোটা সভ্যতা তোমার পোষা কাকাতুয়া
অথবা শর্তসাপেক্ষ কোন বিজ্ঞাপনের অংশ
বা শর্তঅধীনস্থ বিশ্বব্যাংকের কোন মেনে চলা ঋণ
কিন্তু তিনি যে স্বয়ংসম্পূর্ণ এক সত্তা
কোন মালিকানার অধীনস্থ নন--
একমুঠো জোনাকীর আলো,
তার কাছে যৌক্তিক বিবেক গুলো--
শর্তাহীন বন্ধক রাখা আছে,
মাঝেমাঝে জ্বলে সে-তার যাদুবিদ্যা দেখাচ্ছে
কখন ঘূর্ণিঝড় হয়ে দুঃখের সমুদ্রে আছড়ে পরে
অথবা ফাঁকা জঙ্গলের মাঝে--
দিনের আঁধারে ঝাঁপি খোলা রশ্মি,
সূক্ষ্মজাল রাত্রির মশারি ভেদ করে ছুঁয়ে ফেলে মন
যেখানে সূর্য গলে যায় চারদিকে সোনা ছড়িয়ে
আশ্চর্য প্রশান্তির ভাস্কর্যে কাঞ্চনজঙ্ঘায় যুগযুগ ধরে !