দুজনেই জমজ অদ্ভুত ভাষা অদ্ভুত ছিল মিল
একদিনে জন্মেছিল
দুজনের কাছে ছিল বেশ বড় বড় দুই ঝিল
জন্মক্ষণও একছিল
একজন দুঃখ যদি পেল সমব্যথী অন্যজন
অঝরে নামাত বৃষ্টি
তারপর বন্যা নামাত মিলে মিশে দুইজন
সে-এক অনাসৃষ্টি
একধর্ম তাদের কখন দেখায় ভালো পথ
উদারতা মহানতা
কখন কুটিলপন্থা হয়ে মেলায় পক্ষ অসৎ
দেখায় জটিলতা
ঢাকনা খুলে বেরিয়ে আসে সয়ং হিংস্ররূপ
অসাধু ভন্ডঝোঁক
আর কেউ নয় তিনি চেনায় দেহের ভিন্ন রূপ
আমাদের দুইচোখ