১)
বিশ্বাস অবিশ্বাস খেলায় জীবন যায়
বড় মুশকিল প্রকৃত সাথী বোঝা দায়
অবিশ্বাসের হয় বেশী আবাদ
তুমি বিশ্বাসী কেন মুর্দাবাদ
বিশ্বাস অবিশ্বাসের যাচাই ভ্রান্ত হয়    


২)
কবিতা আসরে রোজ মন রেখে যাও
দূরে হতে কবিতাতে খোঁজ নিয়ে পাও
রোজ  যদি  নাই এলে
খোঁজ যদি নাই পেলে
কখন  ভেবনা যেন আমার  প্রিয় নও