হয়তো কোনো চাওয়াই পূর্ণ হবেনা আর
বসন্ত ভুলেছে আমাকে। আলোকবর্ষ আগেই
শুধু মায়া খানি রয়েছে অক্ষত
বাকি সব চলে গেছে। রাস্তা পেয়েছে যে যার।


আমার ব্যাসল্ট রাস্তায় আমি বারবার হোচট খাই
তাই আটকে গেছি কলম - ছিপির মাঝে
পাথর কেটে  কই আর হলো যাওয়া
পাতাকুড়ানি পেছা হাতে আসে। দই বুঝি আর নাই।


ছাদ পাবো বলে এত দৌড় ঝাঁপ, বৃথা হারিয়ে গেলো
চব্বিশের সিঁড়ি হয়তো আরও অগোছালো
অক্লান্ত পরিশ্রমে রাত দিন এক। তবু
দিনের শেষে বাউন্ডুলে কবি বেকার উপাধি পেলো।