রাখালের বাঁশির মিষ্ট সুর
আজ কেন জানিনা বেমানান।
নীলাঞ্জনের নীলাকাশ
আজ মুখ ঢেকেছে কালো ঘোমটায়।
ছলনাময়ী বজ্রের জগঝম্প
চোখ ধাঁধানো আলোয় ডাহা ফেল।
চেনা পথ গলিও অচেনার ভঙ্গিতে
নৃত্যমান।
অন্তহীন পথের সন্ধানে ব্যর্থ
পথহারা পথিক, কিংকর্তব্যবিমূঢ়।
ইচ্ছের পাহাড় আকাশ ছোঁয়া
তবুও ইচ্ছে নদীতে ভাটার টান।
তাই পালের অমুল্য দান আজ মুল্যহীন।
তানপুরার টানে এক ছুট্টে
যেতে চেয়েছিলাম মেঘমল্লারের ঘড়।
যেখানে লালপরি, নীলপরিরা
ব্যর্থ পরিহাস গুলিকে পিছনে ফেলে
শান্তির বার্তা ছড়াতে, আমায় হাতছানি দিয়ে
ডাকে, প্রতিটি নিদ্রাহীন রাত্রে।
যেন তাদেরই খেলাঘর।