সকাল সকাল উঠে একটু নিজের কাজে মন দেবো তা না, দিলে মেজাজটাকে খেচিয়ে;
শোনো কাকা গোড়া কেটে ডগায় জল ঢেলে
মিথ্যে লাভ নেই চেঁচিয়ে ।
অনেক চেঁচিয়েছ, অনেক দেখেছি
তোমাদের চোখ রাঙানি ;
কিসের এত গরম তোমাদের
টাকা নাকি নষ্টামির ?
স্বীকার করছি বাপের টাকা আছে
তাই লাগামছাড়া উড়াও টাকা, ফুটোনি মারো,
ভিক্ষারিদের লাথি মেরে ভণ্ড বলে গালাজ ছোড়;
বলি ওরাও মানুষ ওদেরও একটু সম্মান করো। যতসব ন্যাকাচণ্ডির দল, তোমায় খুব মিস করি,
তোমাকে ছাড়া আড্ডায় জমে না ;
ওরে আমার ধর্মপুত্র যুধিষ্ঠির
স্বার্থ সেরে মানুষ মেরে এমন ইমোশনাল কথা বলতে লজ্জাবোধ করেনা ?
আমরা বাপু মুখ্য-সুখ্য মানুষ ,
দু-পয়সার রোজগার করে দু-পয়সারই খায় ;
চালিয়ে যাও বস , আমরা আছি পায়ের নিচে
ডক্টরেট পেতেই হবে, পোশাকের আড়ালে
আসল তোমাদের রূপক থিওরি চায়ই চাই।
ক্ষমা করে দিও, সত্যিটা শুনে
যদি ফোস্কা টা যাই সবই গলে ;
ধন্যবাদটা তবুও প্রাপ্য,
কত সুন্দর করে সাজানো সযত্নে
শুধু এক নয়, দুটো চোখই দিয়েছ খুলে।