মেঘেদের বাড়ি নেই
নেই আমাদেরও। ঠিকানা? একটাই
কেয়ার অফ ফুটপাত।
খোলা রাস্তা, মুক্ত আকাশ, পথধুলি,
উন্মুক্ত বায়ু, ফেলে দেওয়া খাবার
এই আমাদের স্বর্গ।
হাজার গণপিটুনি খেলেও
আমরা ছাড়তে নারাজ
আমাদের বাসস্থান।
আমরা তো কোন যাযাবরি নয়, তবুও
অসভ্য, নগ্ন জাতির শিরপা
আমাদেরই প্রাপ্য।
হ্যাঁ! আমরা নগ্ন! আমাদের শিশুরা বড় হলেও
অসহায় তাদের খোলা যৌনাঙ্গ
দেখে তোমাদের লজ্জায় মাথা কাটা যায়।
হ্যাঁ! আমরা অসভ্য! প্রয়োজনে শরীর বিকায়,
কিন্তু তোমাদের মত, রাত্রের অন্ধকারে
নিস্পাপ, নির্ভয়াদের
অসহায়তার সুযোগ নিয়ে
পশুর মত ধর্ষণ করে
সভ্য সমাজের দাবি করিনা।
আমরাও অসহায়, পেটের জ্বালায় ভিক্ষা করি বটে
তাই বলে মিথ্যা প্রতিশ্রুতি ভরা কৌশলে
লাখ লাখ টাকা আত্মসাৎ করে চৌর্যবৃত্তির বাহাদুরি দেখায় না।
দিনের আলোয় মুখোশ পড়ে অভিনয় করার
অভিপ্রায়ও আমাদের নেই।
তাহলে কেন সহানুভূতির সুরে
আমাদের ধরিয়ে দেওয়া হয় উচ্ছেদের নোটিশ?
পানীয়জল, টয়লেট, দালানকোঠা
আমরা তো কোন কিছুরই দাবি করিনি,
শুধু চেয়েছি রাস্তার দু'পাশের ফুটপাতে
একটু আশ্রয়।