অচেনা ব্যক্তি আপনি, কথা না বলাই ভালো,
থাকুক না একটু সুরক্ষিত দূরত্ব,
কেনই বা কাছাকাছি আসতে চাইছেন,
গড়তে কিছু সুখের মুহূর্ত।

আজ তোমায় আপন ভাবি,
আদতেও কী নিজের সীমানা জানি?
তোমার দৃষ্টিভঙ্গিতে তুমি সঠিক,
তাই আজও নিজেকেই ভুল মানি।

অনেক কিছু বলার আছে তোকে,
কিন্তু তোর সামনে আমার স্তব্ধতারাই কথা বলে,
ভয় পাই, যদি আবার চলে যাস
কোনো ছলে বলে বা কৌশলে।

আমি আজ প্রাক্তন, আর আপনি অন্যের।
সে এক 'cute' ছেলে, অত্যাধিক প্রতিভা,
আর আমার মধ্যে তো শুধুই শুন্যতা।
হয়না তুলনা আমাদের,
আমি সাইকেল হলে, সে মহাকাশযান,
তবুও যদি দরকার পরে কোনোদিন
নিঃশর্তে দিতে রাজি আপন এ প্রাণ।।