নিকোটিনের মতো নিজেকে পুড়িয়ে দিয়ে অন্যকে আপেক্ষিক সুখ দেওয়ার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে।
খুব কম মানুষই পারে নিজে জ্বলে ধোয়া হয়ে বাতাসে মিলিয়ে যেতে।
যদিও তাদের মধ্যেও ফিল্টার থাকে তারাও সব কিছুতে বাছে।
তাতে কার কি যায় আসে, সবাইতো মাপে ওই একই ছাঁচে।।