আজ বিদায় বেলা পরে কি মনে
অন্তরালের কথা
নির্মম সত্য আর কঠিন বাস্তবতা
স্মৃতি আউরে কিছুটা পথ চলা
অতীতের কষ্টমাখা দিনে একসাথে চলা
সুখ আর কষ্টের ভেলায় নিজকে চালিত করা
আজ বিদায় বেলা ভূলে গেলে
সব ফেলে আসা দিনের কথা
তাই আজ বুঝতে পারি না সম্পর্কের ইতি কথা
এমন তো কথা ছিল না
মোহের বশে আজ তুই শিক্ত
তোর সেই আঘাতে
প্রিয়জন আজ করছে লাঞ্চিত
জীবনের এই খেলাঘর আসলেই ধাধাযুক্ত
স্বার্থপরতা হয়ে গেছে যেন
জীবনের ই অঙ্গ
তাই আজ বিদায় বেলা পরে কি মনে
সেই ফেলে আসা দিনের কথা ...