মা আমার মা
তুমি আমার মা
তোমার মাঝেই লালন পালন
তোমার মাঝেই মরণ
তোমার মাঝেই প্রাণ আমার,তোমাতেই বারন
তুমি আমার সুখ মাগো,তুমি আমার দূঃখ
তোমার হাত ধরে মাগো হেঠেছি বহুটা দূর
তোমার কোলে মাথা রেখে হই স্বপ্নে বিভর
তোমাতেই শুরু আমি তোমাতেই শেষ
আমার পুন্ন ফল মা তুমার চরন তল
মা তোমাই ভালোবাসি চিরকাল ভর