স্বাধীনতার মানে হল---মনকে উদার করা
রক্ষা করতে পতাকার মান সত্য আঁকড়ে ধরা ---
অখণ্ড এক স্বদেশভূমি গড়ার শপথ বুকে
এক পতাকার তলেই সবার থাকা সুখে দুখে ।

স্বাধীনতার মানে হল প্রাণের-ই স্পন্দনে
মিল-মহব্বত ধরে রাখা সম্প্রীতির বন্ধনে---
অপ্রীতি আর ঘৃণা বিলায়-- মনটা যাদের কালো
স্বাধীনতার মানে তাদের,  নেই তো জানা ভালো।

চিন্তাধারায় সুস্থতা আর আচরণে রুচি
স্বাধীন মনকে ঋদ্ধ করে, প্রাণকে করে শুচি---
সুখে বাঁচার স্বপ্ন নিয়েই স্বাধীন দেশ হয় গড়া
স্বাধীনতা পাওয়ার চেয়েও কঠিন রক্ষা করা ।
*****