স্বাধীনতা, তুমি আমার
পদ্মা-যমুনায় বিসর্জিত আবেগ ।
হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়া
বন্ধুর চোখে জল,
বুকের কাছে উঁচিয়ে থাকা
দু'মুখো বন্দুকের নল।।
স্বাধীনতা, তুমি আমার
পিঠে সেঁটে থাকা উদ্বাস্তু তকমা ।
হাজার চোখের অবহেলিত দৃষ্টি
নিস্পৃহ শীতলতা,
ঝড়ের দাপটে খসে পড়া
মন ভোলানো রূপকথা ।।
স্বাধীনতা, তুমি আমার
স্বজন হারানোর কষ্ট কবিতা ।
দিশাহীন মুক্ত আকাশ
অথচ পায়ে পায়ে নিষেধ ঘেরা,
জড়িয়ে থাকা দুটো সত্ত্বার মাঝে
কাঁটাতারের বেড়া ।।
স্বাধীনতা, তুমি আমার
মনের গহনে জমে ওঠা মেঘ ।
নীরব প্রতিশ্রুতির ছল,
তোমার পতাকার সাথে উড়ে
কত অসহায়ের চোখের জল ।।
স্বাধীনতা, তুমি আমার
অন্তর্দ্বন্দ্বের সাতকাহন ।
একঝুড়ি শান্তির
মিথ্যে স্বপ্ন রাশি ,
দু'মুঠো নোনা জলে ফেলে দেয়া
একমুঠো হাসি ।।