পথশিশু তাই , পায় না আদর
অযত্নে বাড়ে তারা
ঝড় জল হলে, শোর-গোল করে
কাটে না তাদের ফাঁড়া ।।
পথেই জন্ম পথেই যে বাস
পথ ঘর-বাড়ি তার
একবেলা খায় কিংবা না খায়
যায় আসে তাতে কার ?
ছেঁড়া জামা গায় দুর্বল পায়
পার হয় পথ একা
সম্বলহীন চোখে মুখে তার
বিবশতা যায় দেখা ।।
অসহায় তারা নেই পরিবার
জীবন বিপদে ঘেরা
খারাপ লোকের পাল্লায় পড়ে
নষ্ট যে হয় এরা ।।
আহা! উঁহু! করে,যায় দূরে সরে
দাঁড়ায় না কেউ পাশে
সমাজের বুকে অনাদরে তারা
ভাসা পানা হয়ে ভাসে।।
বিনা দোষে হয়ে সুখ-হারা জন
বুকে নিয়ে বড় ক্ষত
সময় তাদের এভাবেই কেটে
জীবন যে হয় গত ।।
(মাত্রাবৃত্ত ৬/৬/৬/২)