ফাগুন এসেই যদি তোর কথা বলে
ঝরে পড়া পাতাগুলো উড়ে চলে যায়
পরবাসে রয়েছিল গোপনে যে ব্যথা
সহসাই সেও তার চোখ মেলে চায়!---
দেখে রঙে ভরে যাওয়া উঠোন সবার
পলাশের ডালে ডালে কোকিলের গান--
চিনচিন সুরে তার বাজে তানপুরা
পাশে এসে বসে যায় মান অভিমান ।
চলে যেতে যেতে তুই কী যে গেলি ফেলে
হয় খুঁজে হয়রান দৃষ্টি চোখের
টুকরো টুকরো স্মৃতি ভেজায় আবাস
হাওয়া বাঁধে আঁচলে সে খবর শোকের ।
বসন্ত কেন আসে তোর কথা নিয়ে ?
দক্ষিণ দুয়ারে কেন করে ডাকাডাকি ?
মাতাল যদি বা হয় ফাগুন বাতাস
সাধ্য আমার আছ?--বেঁধে তাকে রাখি !
****
'অভিযাত্রিক-২০২৪'