ভেজা মাটি,তোর বুকে মাথা পেতে
শান্তির খোঁজ আমার,
কালের গর্ভ সময় গিলে নেয়
পরে থাকে শুধুই অঙ্গার ।
উত্তপ্ত সময়ের নগ্ন দাপাদাপি
বটের ছায়ার বড় প্রয়োজন,
উপড়ে পরা গাছটার দম ফুরোতে থাকে
মিলায় সুখ পাখীর কূজন ।
পাতায় মজুদ অক্সিজেন
ছিটাবে জল, উত্তপ্ত লাভায় ,
মাটির অভ্যন্তরে খুঁজি পাতাল গর্ভ
সীমাবদ্ধ সময় কাঁদিয়ে যায় ।
সব কোলাহল দূরে থাকে
অবকাশ চিরে উড়ে আসে কাফন
জন্মের খুশিতেও হয়নি দ্যাখো
মৃত্যুর কান্না দাফন ।।