হনুমান কোলে কোরান রেখেছে
কি কারনে কে বা কারা
না জেনেই সব রটালো কুৎসা
নিরীহকে হল মারা ।

মণ্ডপ ভাঙ্গা নির্বিচারে যে
সারল পিশাচ কত
ধর্ষিত হলো মা আর বোনেরা
অসহায় ছিল যত ।

কুপিয়ে কুপিয়ে পুরোহিত প্রাণ
নিল হায়নারা এসে
এসব করেছে তারা নাকি শুধু
কোরানকে ভালবেসে !

সনাতনী যারা আজীবন ধরে
শান্তির বাণী বোনে
সংখ্যালঘুই হবার দোষেতে
কটুকথা তারা শোনে ।

অমানুষ যত, আছে পৃথিবীতে
মানবতা নেই কারও
হাশরের মাঠে দাঁড়িয়ে খোদাই
বিচার করবে তারও ।

সইবে যারাই, রইবে তাঁরাই
পৃথিবীতে শুধু টিকে
পুড়ে যাবে সে-ই,সর্বনাশের
আগুনে ঢালে যে, ঘি কে ।

আচরণে যায় পরিচয় জানা    
মানুষ হয়েছে কারা
ধর্মের আগে, মানবতা রেখে
পুজিছে মানুষ যারা ।