গেল গেল রব ওঠে সে যে এলে কাছে
সরে গেলে দূরে সব হাঁফ ছেড়ে বাঁচে ।
ঘুরে ফিরে বারে বারে আসে সেই ঢেউ
ঠেলে তাকে ফেলে দিতে পারছে না কেউ !
সব চলে তারই মাঝে কবিতা ও গান
বেড়ানোর ধান্দায় মন আনচান ।
পিকনিক,ঘোরাফেরা নেই কিছু বাদ
প্রেমিক-প্রেমিকা হাঁটে কাঁধে রেখে কাঁধ ।
দফায় দফায় ভোট এরই মাঝে হয়
ঘটুক যা কিছু শুধু পড়াশোনা নয় !
শিক্ষা চুলোয় যাক আখের গোছাও
টলবে না এই নীতি যতই খোঁচাও !
মূর্খের সংখ্যাটা এরই ফাঁকে যদি
আরও বাড়ে অযাচিতে টিকে যাবে গদি ।
সুযোগ এসেছে তার সদ্ব্যবহার
করে নিলে হবে না যে সইতে প্রহার ।
তাই নাকে তেল দিয়ে ঘুমিয়েছে যারা
তাদের জাগাতে নয় কোনো নাড়াচাড়া !
কলেজ ও স্কুলে থাক পড়াশোনা বাদ
তবেই পূরণ হবে শঠেদের সাধ ।
কচি প্রাণ কেঁদে উঠে যতই নালিশ
করে যাক তবু তার হবে না সালিশ ।
ফুলগুলো কুঁড়িতে-ই পড়বে যে ঝরে
কাঁদে না শঠেরা সেই কথা মনে করে !