কারো স্বপ্ন শুধুই জ্বলে
ভেজা উনুন আঁচে,    
আকাশ ছোঁয়ার অলীক স্বপ্ন
কারো স্বপ্নে বাঁচে।।

কারো স্বপ্নের ঘুমহীন রাত    
শীত পাহারায় জাগে,
আই-ঢাই পেটে, খিদে বাড়ার
ওষুধ যে কেউ মাগে।।

কারো স্বপ্নের গলায় ক্যান্সার
রাজ রোগ হয়ে কাশে,
কারো স্বপ্নের সাজগোজ চলে
বিজয়ের উল্লাসে।।

কারো স্বপ্ন বর্ষার আকাশ
মেঘেই থাকে ছেয়ে,
কারও স্বপ্ন উশৃঙ্খল হয়
গোপন চাবি পেয়ে।।

কারও স্বপ্ন পথে পথে
পথ-ই খুঁজে মরে,
অশেষ সুখের সদর দরজার
বাস কারো অন্দরে।।