১)

যে ঝড় বিছিয়ে গেল স্থবিরতা
উষ্ণতায় ভেজা বৈভবী পাখিগুলো
মুখ থুবড়ে পড়ে রইল
তীব্র শীত উঠোনে।
সে ঝড় বয়ে গেছে নিঃশব্দে চোখের আড়ালে
বুকের গহীনে।।

                ২)

চোখের দৃষ্টি মেপে নিল ঝড়ের পারদ
কুয়াশা সরিয়ে ঝলমলে বৈভব
ঠোঁট রাখলো ঠোঁটে।
এমন ঝড় বেড়ে উঠুক  লাগামহীন
তীব্র শীৎকারে ডুবে যাক করাল মেঘের গর্জন।।