হঠাৎ করেই শুক্র আসে
চাঁদের কাছটি ঘেঁষে
চলার পথে থমকে তাকে
একটু ভালোবেসে !
কাছে পেয়ে চাঁদও তাকে
আড়াল করে রাখে
বিরল প্রেমে বাঁধা পড়ে
গ্রহণ লাগার ফাঁকে !
গ্রহণ শেষে পরস্পরের
কাছটি থেকে দূরে
সরে গেলেও পণ করে ফের
আসবে তারা ঘুরে !
তাদের ক্ষণিক প্রেমালাপের
সাক্ষী সপ্তসিন্ধু
অভিমানী শুক্র যেন
চাঁদের অশ্রু বিন্দু !
****
*** সন্ধ্যার আকাশে এক ফালি চাঁদ আর তার নিচেই জ্বলজ্বলে শুক্র গ্রহ----এমন বিরল দৃশ্য দেখেই লাইনগুলো মনে এলো।😇