অচ্ছুত হরিজন,দুর্বল মুখচোরা ----
দলিতের সন্তান --- মানুষ তো নয় ওরা !
চোখ আছে,মন আছে মানুষের-ই মতো বটে
আর আছে পেটে ক্ষুধা --- নেই যে বুদ্ধি ঘটে !
তাঁদের উপরই তাই যত হয় অনাচার
অশিক্ষার কারণে, প'ড়ে তাঁরা খায় মার !
হেয় করে তাদেরকে স্বঘোষিত উঁচু জাত
নিপীড়িত হয়ে তারা কেঁদে মরে দিনরাত !
'ছোট জাত' গালি দিয়ে কেড়ে নেয় সম্মান
ছুঁলে তারা জাত যায়--- আহা! কি জাতের মান ---
এতটাই তুচ্ছ যে দলিতের প্রাণ হায়
ছোঁয়াছুঁয়ি অজুহাতে নিমেষে তা চলে যায় !
জাতের তকমা এঁটে নিপীড়ন করে যারা
ধর্মের সুড়সুড়ি সুযোগে যে দেয় তাঁরা ---
শোষিতেরই সেবা নেয় বেহায়ার মতো ফের
কার্যসিদ্ধি শেষে স্থান নেয় শোষকের !
বদলের পালা গান শুরু হবে একদিন ----
পড়বেই ফাঁদে তাঁরা মনটা যাদের হীন ।
জাতপাত বেপারীরা সেদিনই শুধরে যাবে
লাত্থির বিনিময়ে লাত্থি যেদিন খাবে !
*****