কমলা নাম বোনের তখন
বয়স ছিল মাত্র ষোলো
উনিশে মে ভাষার জন্য
গুলিতে যে শহীদ হলো ।।

যুদ্ধ ক্ষেত্রের  মাটি ছিল
আমার বোনের রক্তে রাঙা
ডোবার আগে বাংলা ভাষা
পা রাখার তাই পেলো ডাঙা।।

দশটি ভাই আর একটি বোনের
রক্তে  ভিজেছিল মাটি
ভাষার জন্য তাঁদের মনে
ভালোবাসা ছিল খাঁটি ।।

শিলচরের সেই রেল স্টেশনে
শহীদ বেদী আজো আছে
হু হু করা ঢেউ বয়ে যায়
বরাকের ঐ বুকের মাঝে ।।

ফেব্রুয়ারির একুশ তারিখ
মানুষ করে বুকে লালন
সেই মর্যাদায়  উনিশে মে
বাংলায় আজও হয় না পালন ।।

মুখে মুখে আজকে যদি
বাংলা ভাষা আসে নেমে
সেই জোয়ারেই খুঁজবে বিজয়
অভিমানী উনিশে মে।।