আমাকে ফুল অথবা মুসাফির না জেনো
আমি তো এসেছি, ছেড়ে যাবার-ই জন্য।
আমি হয়তো পরিপূর্ণ আসতে এখনও পারিনি
তবে আজ-ই চলে যাবার ডাক এসেছে।
আমি নিজেই পুরোপুরি কাঁদতে এখনও শিখিনি
তবে আজ-ই কাঁদিয়ে চলে যাচ্ছি...
জীবনে কখনো পাইনি, দুটি-পা চলার সাথী
আজ আট-পা এসেছে, ডুবাতে শেষ কৃতি।
কোথাও কখনো পাইনি, প্রীতি-স্মৃতি উপহার
আজ অনেকে এসেছে, অশ্রুজলে করছে পাহাড়।