ফুলেল সুবাস মুগ্ধ করে
পাখির ডাকে সূর্য উঠে
বাতাস দোলে বৃক্ষ ডালে
নদী তটে একলা বটে ।
সাদা মেঘে আকাশ খেলে
বৃষ্টি পড়ে পুকুর জলে
কৈ মাছটি উপচে উঠে
সুযোগ পেলে খেজুর ডালে ।
বকুল ফুলের মালা গেঁথে
কিশোর পড়ে হাতে হাতে
কলমি তলে সাঁতার কাটে
ছেলে-মেয়ে একই সাথে ।
সন্ধ্যা কালে লতাপাতায়
জোনাক জ্বলে তারা কত?
হেমন্ত এলে কৃষক হাসে
ধানের বুকের দুধের মতো ।
দুপুরবেলা প্রখর রোদে
কোকিল ডাকে মিষ্টি সুরে
অথৈজলে রোজ দলবেঁধে
মাছুয়ারা থৈ থৈ করে ।
শীত কালে শিশির কণা
চারদিকে রাখে ঘিরে
বালিকারা চলছে ধিরে
স্কুলে যাচ্ছে খুব ভোরে ।
দুচোখ ভরে ইচ্ছে জাগে
মন বলে রোজ সকালে
দেখতে পেতাম বাংলার গ্রাম,
ইট-পাথরের শহর ভুলে ।