ভোর হলো পাখি জাগলো
শোনালো সুরেলা গান
সজীব ঘাস জেগে উঠলো
শিশির ভেজা সব ধান ।

সূর্য্যি মামা লালচে হলো
উঠলো পূর্ব আকাশে
শিশির বিন্দু হারিয়ে গেলো
ঘাস দুললো বাতাসে ৷

মেঘেরা নামলো বৃষ্টি হলো
ঘর দুয়ার গেল ভিজে
সুযোগ বুঝে কৈ মাছেরা
যাচ্ছে উজান খোঁজে ৷

ঝড় থামলো মেঘ পালালো
ফুলেল হলো ধূলা ছাড়া
মিষ্টি সুবাস ছড়িয়ে দিলো
সর্পদেবীরা পাগলপারা ৷