ঝিকিমিকি তারা জ্বলছে
ফাঁকা আকাশ নীলে
মেঘেরা এসে ঢেকে দিচ্ছে
বৃষ্টি নামবে বলে ৷

বৃষ্টি নামবে ডাকবে ব্যাঙ
ঘ্যাঙর্ ঘ্যাঙর্ ঘ্যাঙ্
ছোট্টোখোকা দেখলে পরে
বাঁধবে ব্যাঙের ঠ্যাং ।

বাঁধলে ব্যাঙ বাষ্পে জল
ভূমি হয় খাঁ খাঁ
এভাবে চলে আমার গ্রামের
অনন্ত রূপী রেখা ৷