একদিন
শীতের সকালে সূর্য ঘুমাবে;
শ্রবণ মেঘেও বৃষ্টি থেমে যাবে।
বসন্তে ফুল ফুটিবে না আর
সেদিন তুমি আর্তনাদ করবে কার?
কত গল্পের ছলে দেখেছি; তোমাকে আর ঐ দুটো চোখ
কত বিস্ময়! নিষ্পাপ চাহনি ভরে তাকাতে অপলক।
তবুও অতিথির মতো জীবনে
অনাবিল অবশ্যম্ভাবী ভূবনে৷
সব গল্পের নাম হয়না,
সব গানের সুর হয়না,
সব পাখির ঘর হয়না,
সব বৃক্ষের ফল হয়না,
আর এক…ভালোবাসা;
ভালোবাসলেও প্রেমিক হওয়া যায়না।
জীবনের উপজীব্য মৃত্যুর মাঝে
যেমন উপন্যাস চিত্র রূপে সাজে।
মানুষের আসা-যাওয়া গল্প হয়
যেমন উপন্যাস শেষে দুঃখ দেয়।