জীবনের সাঁঝ বেলায়
বড় বেশী মনে পড়ে তোমায়
কত প্রহর তুমি হীনা
জলন্ত আগুনের তাপে পুড়ে
আজ আমি অনেকটা ছারখার।
নিঃশব্দে বয়ে বেড়ায়
পাহাড় সম যন্ত্রণা
কার কাছে বলি বলো
এই অসহায়ত্ব ?
আমার অপরাধটা ও কি বুঝতে
দেবে না কোন দিন
এ কেমন অবিচার।
কোন বিহনে যাব বলো
পাজর গুলো এখন অনেকটা
গুনে ধরা , মরিচা পড়া,
যেকোন সময় ভেঙ্গে যাব আমি ।
ধরণীর মায়া এখন আর নেই আমার বিন্দু মাত্র
শুধু প্রহর গুনি
অনেকের মাঝে এখনো
তোমার কোকিল কন্ঠ শুনি
এখনো থাকি প্রতিক্ষায় তোমার ফিরে আসার
কই তুমি ?