ভেজাল খাবার, ভেজাল কথা
ভেজাল হৃদয় মাঝখানে,
ভেজাল করতে বাদ রাখিনি
কবর কিংবা শ্মশানে।
আমি বলি আমি সাধু
সাধু বলে নেতা,
উপরে তো সবাই সাধু
কে শুনে কার কথা।
অস্থিরতা বাজার দরে
অস্থির জনপদ,
কোথায় আছে এমন সাধু
কে করিবে বধ।
ইচ্ছে ছিল আরো লিখি
পূর্ণ করি কবিতা,
এই সমাজের কীর্তি দেখে
ভেস্তে গেল সবি তা।