মন্টু মিয়া একজন শ্রমিেকর নাম,
কোন দিনও পাইনি সে
শ্রমের যথাযথ দাম।
কলখারকানা, রাস্তাঘাট কিংবা স্টেশন,
মন্টু মিয়ার ঘামে গড়া এইসব
তবুও তার কেন ফ্রাসট্রেশন ?
মে দিবসে রাষ্ট্রের আনাচে কানাচে
তারে নিয়ে চলে ঘটা করে সভা,
পরদিনই নিভে যায়
তারে নিয়ে রচিত স্বপ্নের প্রভা।
মন্টু মিয়ারা দেশ গড়ার কারিগর
তবু ও চুষে নিই তার রক্ত,
সেই রক্ত দিয়ে সমাজ পতির চেয়ার হয়
আগের চেয়েও শক্ত।
চোখ বুঝে কখনো কি ভেবেছি
আমার দালানে মন্টু মিয়ার ঘাম,
কোনদিন কি দেব না ?
তার শ্রমের যথাযথ দাম।