আমার লেখনীতে যদি তোর বক্ষ ছিড়ে যায়
হয়তো আমি হবো এ্যারেস্ট,
দেশটারে তুই গিলে খাবি
তবুুও তোর কপালে ক্রেস্ট ?
দেশের মানচিত্র রঞ্জিত
লক্ষ শহীদের রক্তের দাগে,
ওরা কারা
লুটে পুটে খেয়ে
বীরদর্পে বাগে ?
আমার বেলায় যত শাসন
তোর বেলাতে মাফ,
দেশের যখন দুর্দিন ছিল
কই ছিলো তোর বাপ ?
গরীবের ঘামে ভেজা সিকি আনায়
তোর সিন্ধুক ভর্তি,
দেশের সম্পদ লুটে নিয়ে
বিদেশ করিস ফুর্তি।
দম্ভ করিস গণ টাকায়
হাকিয়ে চলিস গাড়ি,
ধিক্কার দিলাম, থু থু দিলাম
তোর হবে জাহান্নামে বাড়ি।