অহরহ বিরহ
হিংসা আর রেষারেষি
কালো টাকার ছড়াছড়ি
ক্ষমতার গ্যাড়াকলে
সুখ নাই চিত্তে,

ভালোবাসি দেশটাকে
আমিই আসল প্রেমিক
মুখে শুধু বুলি ছাড়ে
আশ্বাসে মিথ্যে।

প্রেমিকের বাসরে
দেশটার বারোটা,
ধীরে ধীরে গিলে খায়
যেন হালুয়া-পরোটা।

বাঁচাও দেশ
রুখে দাও সব অপশক্তি,
তবেই না বেড়ে যাবে
দেশের প্রতি ভক্তি।

কে ধরিবে হাল
হও আগুয়ান
বাঁধা কেন বৃত্তে?

চাও যদি দাঁড়াতে
বিশ্বের কাতারে
ভুলে যাও রেষারেষি
মুছে ফেলো হিংসা
তবেই পারো জিততে।