যদি আমায় বলো
হিমালয় জয় করতে
আমি সবচেয়ে কম সময় নিয়ে
হিমালয়ের চুড়ায় উঠে ‘গিনিজ বুকে’ নাম উঠাব।
যদি আমায় পাড়ি দিতে বলো
আটলান্টিক কিংবা প্রশান্ত
তবে আমি চোখের পলকে পাড়ি দেব
শুধু তুমি ঐ তীরে দাঁড়িয়ে থেকো।
যদি আমায় বলো
রবীন্দ্রনাথের মত কবিতা লিখতে
সেটা আমি পারবো না,
আমি গুরুকে শ্রদ্ধাভরে প্রণাম করি।
আমি চাই আমার মতো করে লিখে
তোমায় ভালবাসতে
সে জন্য তুমি রাগ করো না।
যদি আমায় বলো
আকাশে কত তারা আছে
তোমায় গুণে দিতে
তবে আমি ‘মাইক্রোসফট এক্সেল’ ব্যবহার করবো না,
নিমিষেই গুণে দেব
আকাশের সমস্ত তারা
শুধু তুমি সাহস দিও।
যদি আমায় বলো
ভুলে যেতে,
আমি ভুলে যাব
পৃথিবীর সবকিছু
শুধু তোমায় ভুলতে বলো না।