বাঙ্গালী জাতির মুকুট তুমি
সশ্রদ্ধ চিত্তে করি স্মরণ,
৫ই আগস্ট এনে দিয়েছ জাতি কে
সেই মাহেন্দ্রক্ষণ।
এ জাতির ঢাল হয়ে
বুলেটের সামনে পেতে দিয়েছ বুক,
বিশ্ব দরবারে আজ তোমার জন্যই
উজ্জ্বল হয়েছে বাংলাদেশের মুখ।
তুমি শুধু ‘ছাত্র’ নও
তুমি এ জাতির লিটার,
তোমার আহবানে সাড়া দিয়েছে সেদিন
মায়ের কোলে থাকা শিশুটি ও
যার মুখে ছিল ফিচার।
তোমার অগ্নিঝরা কণ্ঠে
গর্জে উঠেছিল রাজপথ,
এ দেশে সকল মানুষের অধিকার থাকবে
থাকবে ভিন্ন মত।
জাতির অহংকার তুমি
তোমায় নিয়ে করি গর্ব,
সাথে থেকো বাকি পথ
এ দেশের ‘সংস্কার’ আমরাই করবো।